গঠনতন্ত্র / সংবিধান
প্রস্তাবনা
আমরা, বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের মুসলিম যুবসমাজ, ইসলামী আদর্শ, নৈতিকতা ও সামাজিক কল্যাণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে “হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ” প্রতিষ্ঠা করিতেছি। এ সংঘের মাধ্যমে আমরা মাদকমুক্ত সমাজ গঠন, সৎ কাজের প্রচার, অসৎ কাজ পরিহার, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড, শিক্ষার প্রসার এবং ইসলামী বিধান অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রথম অধ্যায় : নাম ও কার্যালয়
ধারা-১: নাম
সংঘের নাম হবে “হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ”।
ধারা-২: স্থায়ী কার্যালয়
সংঘের স্থায়ী কার্যালয় হবে — নোয়াগাঁও নিলখী, পিরিজপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।
ধারা-৩: প্রকৃতি
সংঘটি একটি অরাজনৈতিক, অ-লাভজনক, কল্যাণভিত্তিক ইসলামী যুব সংঘ।
দ্বিতীয় অধ্যায় : লক্ষ্য ও উদ্দেশ্য
- ইসলামি আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে যুব সমাজকে ঐক্যবদ্ধ করা।
- নিয়মিত সালাত আদায়ে উদ্বুদ্ধকরণ ও ইসলামী জীবনব্যবস্থা অনুসরণে অনুপ্রাণিত করা।
- সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার সামাজিক দায়িত্ব পালন।
- শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ।
- মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নৈতিক সমাজ গঠন।
তৃতীয় অধ্যায় : সদস্যপদ
ধারা-৪: সদস্য হওয়ার শর্ত
- বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের স্থায়ী নিবাসী হতে হবে।
- নিয়মিত সালাত আদায়কৃত মুসলিম হতে হবে।
- সৎকাজে আগ্রহী এবং অসৎকাজ থেকে বিরত থাকতে হবে।
- ইসলামী বিধান মেনে চলতে হবে।
- সমাজকল্যাণমূলক কাজে অংশ নিতে হবে।
- বিড়ি/সিগারেটসহ কোনো নেশাজাত দ্রব্য সেবন করা যাবে না।
- কোনো হারাম পেশায় জড়িত থাকা যাবে না।
- কোনো নিষিদ্ধ সংগঠন বা সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকা যাবে না।
- দেশ ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা যাবে না।
- সংগঠনের প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা যাবে না।
ধারা-৫: সদস্যপদ হারানোর শর্ত
উপরোক্ত শর্তসমূহের যেকোনোটি ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্যপদ বাতিল হবে এবং প্রয়োজন অনুসারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
চতুর্থ অধ্যায় : সংগঠন কাঠামো
সংঘে তিনটি স্তর থাকবে:
(ক) কার্যনির্বাহী কমিটি
সংঘের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ২ (দুই) বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি থাকবে।
পদসমূহ:
- সভাপতি
- সহ-সভাপতি
- সাধারণ সম্পাদক
- অর্থ সম্পাদক
- সদস্য (৫ জন)
(খ) শরিয়াহ বিষয়ক পরামর্শ কমিটি
স্থানীয় আলেম উলামা ও মসজিদের ইমামগণের সমন্বয়ে একটি শরিয়াহ কমিটি থাকবে।
সংগঠনের বিশেষ সিদ্ধান্ত, ইসলামী মূল্যবোধ ও শরিয়াহভিত্তিক কর্মকাণ্ডে পরামর্শ প্রদান করবে।
সংগঠনের কোনো নীতি ইসলামী শরিয়াহ বিরোধী হলে তা বাতিলযোগ্য হবে।
(গ) উপদেষ্টা কমিটি
এলাকার মুরব্বী, শিক্ষিত ও সুধীজনদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি থাকবে।
তারা সংগঠনের নীতিনির্ধারণ, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করবেন।
পঞ্চম অধ্যায় : অর্থায়ন
- সদস্যদের মাসিক/বাৎসরিক চাঁদা।
- শরীয়তসম্মত উৎস হতে দান ও অনুদান।
- বৈধ সমাজকল্যাণমূলক কার্যক্রম থেকে আয়।
বি:দ্র: কোনো প্রকার সুদভিত্তিক বা হারাম উৎসের অর্থ গ্রহণ করা যাবে না।
ষষ্ঠ অধ্যায় : সভা
- প্রতি মাসে অন্তত ১টি সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
- কার্যনির্বাহী কমিটি প্রয়োজন অনুযায়ী বিশেষ সভা আহ্বান করতে পারবে।
- বিশেষ সিদ্ধান্তের ক্ষেত্রে শরিয়াহ কমিটি ও উপদেষ্টা কমিটির পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক।
সপ্তম অধ্যায় : শৃঙ্খলা ও শাস্তিমূলক ব্যবস্থা
- সংগঠনের নিয়ম ভঙ্গ, ইসলাম বিরোধী কাজ বা শৃঙ্খলাভঙ্গের জন্য সংশ্লিষ্ট সদস্যকে সতর্ক, সাময়িক স্থগিত বা স্থায়ীভাবে বহিষ্কার করা যাবে।
- সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
অষ্টম অধ্যায় : সংবিধান সংশোধন
সংগঠনের সংবিধান সংশোধন কার্যনির্বাহী কমিটির ২/৩ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে করা যাবে। তবে সংশোধনী শরিয়াহ কমিটির অনুমোদন ছাড়া কার্যকর হবে না।