গঠনতন্ত্র / সংবিধান

প্রস্তাবনা

আমরা, বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের মুসলিম যুবসমাজ, ইসলামী আদর্শ, নৈতিকতা ও সামাজিক কল্যাণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে “হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ” প্রতিষ্ঠা করিতেছি। এ সংঘের মাধ্যমে আমরা মাদকমুক্ত সমাজ গঠন, সৎ কাজের প্রচার, অসৎ কাজ পরিহার, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড, শিক্ষার প্রসার এবং ইসলামী বিধান অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রথম অধ্যায় : নাম ও কার্যালয়

ধারা-১: নাম
সংঘের নাম হবে “হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ”

ধারা-২: স্থায়ী কার্যালয়
সংঘের স্থায়ী কার্যালয় হবে — নোয়াগাঁও নিলখী, পিরিজপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।

ধারা-৩: প্রকৃতি
সংঘটি একটি অরাজনৈতিক, অ-লাভজনক, কল্যাণভিত্তিক ইসলামী যুব সংঘ।

দ্বিতীয় অধ্যায় : লক্ষ্য ও উদ্দেশ্য

  1. ইসলামি আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে যুব সমাজকে ঐক্যবদ্ধ করা।
  2. নিয়মিত সালাত আদায়ে উদ্বুদ্ধকরণ ও ইসলামী জীবনব্যবস্থা অনুসরণে অনুপ্রাণিত করা।
  3. সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার সামাজিক দায়িত্ব পালন।
  4. শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ।
  5. মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নৈতিক সমাজ গঠন।

তৃতীয় অধ্যায় : সদস্যপদ

ধারা-৪: সদস্য হওয়ার শর্ত

  1. বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের স্থায়ী নিবাসী হতে হবে।
  2. নিয়মিত সালাত আদায়কৃত মুসলিম হতে হবে।
  3. সৎকাজে আগ্রহী এবং অসৎকাজ থেকে বিরত থাকতে হবে।
  4. ইসলামী বিধান মেনে চলতে হবে।
  5. সমাজকল্যাণমূলক কাজে অংশ নিতে হবে।
  6. বিড়ি/সিগারেটসহ কোনো নেশাজাত দ্রব্য সেবন করা যাবে না।
  7. কোনো হারাম পেশায় জড়িত থাকা যাবে না।
  8. কোনো নিষিদ্ধ সংগঠন বা সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকা যাবে না।
  9. দেশ ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা যাবে না।
  10. সংগঠনের প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা যাবে না।

ধারা-৫: সদস্যপদ হারানোর শর্ত
উপরোক্ত শর্তসমূহের যেকোনোটি ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্যপদ বাতিল হবে এবং প্রয়োজন অনুসারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

চতুর্থ অধ্যায় : সংগঠন কাঠামো

সংঘে তিনটি স্তর থাকবে:

(ক) কার্যনির্বাহী কমিটি
সংঘের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ২ (দুই) বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি থাকবে।

পদসমূহ:

  1. সভাপতি
  2. সহ-সভাপতি
  3. সাধারণ সম্পাদক
  4. অর্থ সম্পাদক
  5. সদস্য (৫ জন)

(খ) শরিয়াহ বিষয়ক পরামর্শ কমিটি
স্থানীয় আলেম উলামা ও মসজিদের ইমামগণের সমন্বয়ে একটি শরিয়াহ কমিটি থাকবে।

সংগঠনের বিশেষ সিদ্ধান্ত, ইসলামী মূল্যবোধ ও শরিয়াহভিত্তিক কর্মকাণ্ডে পরামর্শ প্রদান করবে।

সংগঠনের কোনো নীতি ইসলামী শরিয়াহ বিরোধী হলে তা বাতিলযোগ্য হবে।

(গ) উপদেষ্টা কমিটি
এলাকার মুরব্বী, শিক্ষিত ও সুধীজনদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি থাকবে।

তারা সংগঠনের নীতিনির্ধারণ, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করবেন।

পঞ্চম অধ্যায় : অর্থায়ন

  1. সদস্যদের মাসিক/বাৎসরিক চাঁদা।
  2. শরীয়তসম্মত উৎস হতে দান ও অনুদান।
  3. বৈধ সমাজকল্যাণমূলক কার্যক্রম থেকে আয়।
    বি:দ্র: কোনো প্রকার সুদভিত্তিক বা হারাম উৎসের অর্থ গ্রহণ করা যাবে না।

ষষ্ঠ অধ্যায় : সভা

  1. প্রতি মাসে অন্তত ১টি সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
  2. কার্যনির্বাহী কমিটি প্রয়োজন অনুযায়ী বিশেষ সভা আহ্বান করতে পারবে।
  3. বিশেষ সিদ্ধান্তের ক্ষেত্রে শরিয়াহ কমিটি ও উপদেষ্টা কমিটির পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক।

সপ্তম অধ্যায় : শৃঙ্খলা ও শাস্তিমূলক ব্যবস্থা

  1. সংগঠনের নিয়ম ভঙ্গ, ইসলাম বিরোধী কাজ বা শৃঙ্খলাভঙ্গের জন্য সংশ্লিষ্ট সদস্যকে সতর্ক, সাময়িক স্থগিত বা স্থায়ীভাবে বহিষ্কার করা যাবে।
  2. সিদ্ধান্ত কার্যনির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

অষ্টম অধ্যায় : সংবিধান সংশোধন

সংগঠনের সংবিধান সংশোধন কার্যনির্বাহী কমিটির ২/৩ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে করা যাবে। তবে সংশোধনী শরিয়াহ কমিটির অনুমোদন ছাড়া কার্যকর হবে না।